ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুবাইয়ে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার বিমানবালার সঙ্গে সাক্ষাতের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
দুবাইয়ে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার বিমানবালার সঙ্গে সাক্ষাতের সুযোগ

দুবাইয়ের অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট (এটিএম) এর দর্শনার্থীরা বিশ্বের প্রথম দ্বিতীয় প্রজন্মের এআই-চালিত বিমান বালার সঙ্গে সাক্ষাতের পাবেন।

সামা ২.০ নামের কাতার এয়ারওয়েজের এ বিমান বালা দর্শণারর্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

ভ্রমণকারীদের কিউরেটেড ভ্রমণ অভিজ্ঞতা ডিজাইন করতে সাহায্য করবে। সে সঙ্গে পরের সপ্তাহে বিভিন্ন ইভেন্টের প্রশ্ন, গন্তব্য, সহায়তা টিপস এবং আরও অনেক বিষয়ে জবাব দেবে।

আগামী ৬ থেকে ৯ মে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বার্ষিক প্রদর্শনীতে কাতারি এয়ারওয়েজের প্যাভিলিয়নে থাকবে এ ডিজিটাল মানব বিমান বালা।

কাতার এয়ারওয়েজের গ্রাহকরা এয়ারলাইনের ডিজিটাল প্ল্যাটফর্ম কিউভিইআরএসই (QVerse)বা এর অ্যাপের মাধ্যমেও সামা ২.০ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

‘আকাশ’-এর আরবি শব্দের নামানুসারে, কৃত্রিম বিমান বালার নামকরণ করা হয় সামা। চলতি বছরের মার্চে আইটিবি বার্লিনে কাতার এয়ারওয়েজ স্ট্যান্ডে আত্মপ্রকাশ হয় সামার। ইউএনইইকিউ (UneeQ)এর সহযোগিতায় এআই চালিত এ ডিজিটাল বিমান বালা তৈরি করা হয়। কাতার এয়ারওয়েজই হলো প্রথম এয়ারলাইন কোম্পানি যারা এআই বিমান বালা নিয়ে এসেছে।

আরেকটি হিউম্যানয়েড রোবট সোফিয়া। গত কয়েক বছর ধরেই শিরোনাম রয়েছে এটি। ২০১৭ সালে সৌদি আরব বিশ্বের প্রথম দেশ, যারা সোফিয়া নামের এ রোবটকে নাগরিকত্ব দেয়।

সূত্র: খালিজ টাইমস

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।