ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে ইরানের দূতাবাসে বোমা হামলার হুমকির ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
ফ্রান্সে ইরানের দূতাবাসে বোমা হামলার হুমকির ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার

ফ্রান্সে ইরানের দূতাবাসে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। খবর আল জাজিরার।

 

পুলিশ দূতাবাসে কিংবা গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তির কাছে কোনো বিস্ফোরক পায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

এক ব্যক্তি বোমা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছেন, কনস্যুলার অফিসের এমন তথ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্যারিস প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার হুমকি দেওয়ার পর হুমকিদাতা স্বেচ্ছায় বেরিয়ে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার জন্ম ইরানে ১৯৬৩ সালে।  

প্রসিকিউটররা বলেন, তার সঙ্গে, গাড়িতে কিংবা ভবনে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, এক ব্যক্তিকে স্থানীয় সময় বেলা ১১টায় কনস্যুলার অফিসে প্রবেশ করতে দেখা যায়। তিনি গ্রেনেড এবং বিস্ফোরক ভেস্ট বহন করছিলেন বলে মনে হচ্ছিল। পুলিশ ওই এলাকা ঘিরে রাখে।

পরে ওই ব্যক্তি অফিস থেকে বেরিয়ে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে সূত্রটি জানায়।  

টিভি চ্যানেল বিএফএম জানায়, তিনি নকল (রেপ্লিকা) গ্রেনেড বহন করছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।