ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওমানে স্রোতে ভেসে গেল গাড়ি, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
ওমানে স্রোতে ভেসে গেল গাড়ি, নিহত ১২

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আবহাওয়াজনিত দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। স্রোতের তোড়ে যানবাহন ভেসে গেলে এ নিহতের ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক ও নয়জন শিক্ষার্থী এবং একজন বিদেশি নাগরিকও রয়েছেন।  

রোববার (১৪ এপ্রিল) দেশটির নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে জিনহুয়া ডট কম।  

ওমানের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় কমিটির অনুসন্ধান ও উদ্ধার সেক্টর জানিয়েছে, দুর্যোগে দ্রুত প্রবাহিত পানিতে বেশ কয়েকটি যানবাহন ভেসে যায়। এতে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া উত্তর আ’শরকিয়াহ গভর্নরেটে নিখোঁজ পাঁচ নাগরিককে খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।  

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।