ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরব আমিরাতের আকাশে ঈদের চাঁদের দেখা মিলল সকালে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
আরব আমিরাতের আকাশে ঈদের চাঁদের দেখা মিলল সকালে 

সোমবার (৮ এপ্রিল) রাতে ঈদের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষার পর অবশেষে মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে চাঁদ দেখা গেছে।

এ ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে।

সোমবার রাতে চাঁদ দেখা না যাওয়ার পর, চাঁদ দেখা কমিটি রমজানের শেষ এবং ১৪৪৫ হিজরির শাওয়ালের শুরু সাপেক্ষে বুধবার (১০ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর ঘোষণা করে। ঈদুল ফিতর উপলক্ষে দেশটির নাগরিকরা নয়দিনের ছুটি উপভোগ করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেশটির জ্যোতির্বিদ্যা কেন্দ্রের প্রকাশিত একটি ছবিতে আমিরাতের আকাশে সকাল সোয়া ১০টায় পবিত্র ঈদুল ফিতরের চাঁদ উঠতে দেখা গেছে।

ছবিটি আল-খাট্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে নেওয়া হয়। মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে চাঁদ সবেমাত্র দৃশ্যমান হয়।

এর আগে, ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি কয়েকদিনের মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

সূত্র: খালিজ টাইমস

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।