ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউইয়র্ক

৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূমিকম্প হয়।

এ তথ্য নিশ্চিত করে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতি হয়নি।

কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাশের রাজ্য নিউ জার্সি। নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ এ কম্পন অনুভব করেছেন। ভূমিকম্পে কেঁপে ওঠে ব্রুকলিনের ভবনগুলোও।

এ ভূমিকম্পের ফলে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়। বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো।

ফিলাডেলফিয়া থেকে নিউইয়র্ক পর্যন্ত ও লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।