ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইফতারে জুস পান করায় পাকিস্তানির হাতে বাংলাদেশি খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
ইফতারে জুস পান করায় পাকিস্তানির হাতে বাংলাদেশি খুন

ইফতারের সময় কমলার জুস পান করায় এক বাংলাদেশি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক পাকিস্তানি নাগরিক (৪৯)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মালয়েশিয়ায় শাহ আলম এলাকার ৩৬ নম্বর সেকশনের একটি কারখানায় সন্ধ্যা ৭টার মিনিটের দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

 

মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।  

নিহত বাংলাদেশি ও ঘাতক পাকিস্তানির নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি প্রতিবেদনে।

তবে বাংলাদেশি শ্রমিককে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জেলা পুলিশের প্রধান এসিপি মোহম্মদ ইকবাল ইব্রাহিম।  

মোহম্মদ ইকবাল ইব্রাহিম বলেন, গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পুলিশকে ওই কারখানার কেউ একজন ফোনকলে ঘটনাটি জানায়। খবর পেয়ে এর ১০ মিনিট পরই ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়।  

তিনি বলেন, ইফতারে কমলার জুস পান করে রোজা ভাঙার কথা ছিল ওই পাকিস্তানির। কিন্তু সেই জুস পান করে ফেলেন সহকর্মী বাংলাদেশি। এতে পাকিস্তানি লোকটি  ক্ষুব্ধ হয়ে ৫১ বছর বয়সী ওই বাংলাদেশিকে রান্নাঘরে ব্যবহৃত ছুরি দিয়ে একাধিক আঘাত করেন। এতে বাংলাদেশির মৃত্যু ঘটে।

তিনি যোগ করেন, ওই পাকিস্তানির বিরুদ্ধে রিমান্ড আদেশ চেয়ে আজ একটি আবেদন করা হবে।  

এ ঘটনায় করা মামলা দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্তনাধীন বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।