ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সুবিয়ান্তো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তোকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়েছে। গত মাসে বিশ্বের তৃতীয় বৃহৎ গণতন্ত্রের দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুই প্রতিপক্ষ জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ও মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও জালিয়াতির অভিযোগ তুললেও প্রাবোও সুবিয়ান্তো ঐক্যের আহ্বান জানিয়েছেন।  

সাবেক জেনারেল প্রাবোও ৫৮ দশমিক ৫৯ শতাংশ ভোট পেয়েছেন। তার বিরুদ্ধে কয়েক দশক ধরেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে

টিকটক ভিডিওর মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। এসব ভিডিও তাকে ‘আদুরে দাদু’ হিসেবে পরিচিত করে তোলে।  

বুধবার রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভোট গণনার ঘোষণা দেওয়ার পর ৭২ বছর বয়সী প্রাবোও বলেন, যারা আমাদের ভোট দেননি, তারা আমাদের একটি সুযোগ দিন।  

তিনি বলেন, আমরা প্রমাণ করব, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট জনগণের জন্য যথাসম্ভব কঠোর পরিশ্রম করবেন।

প্রাবোও অক্টোবরে প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে দায়িত্ব নেবেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।