ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত  

মালয়েশিয়ায় যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন।  

স্থানীয় সময় রোববার (৩ মার্চ) রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং স্টেশনের কাছে তামান পুনকাক উতামা জেড হিল রেল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।

 

সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত ১০টা ৫৩ মিনিটের দিকে দুর্ঘটনার খবর আসে। সে সময় ওই তিন বাংলাদেশি রেলট্র্যাকে অবস্থান করছিলেন।

সোমবার (৪ মার্চ) এক বিবৃতিতে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতারের বলেছেন, নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তিনজনই ঘটনাস্থলে মারা গেছেন। ট্রেনের ধাক্কায় তাদের মৃতদেহ ট্র্যাকের বাইরে ছিটকে পড়ে।  

তিনি আরও বলেন, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।