ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এআই-জেনারেটেড কণ্ঠস্বরের রোবকল যুক্তরাষ্ট্রে অবৈধ হলো

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এআই-জেনারেটেড কণ্ঠস্বরের রোবকল যুক্তরাষ্ট্রে অবৈধ হলো

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণকারী ফেডারেল সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি কণ্ঠস্বর ব্যবহার করে এমন সব রোবকলকে অবৈধ ঘোষণা করেছে।  

ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) গেল বৃহস্পতিবার এ পদক্ষেপের কথা জানায় এবং বলে যে, এটি দ্রুত কার্যকর হবে।

 

এসব কলের পেছনে থাকা দুষ্কৃতকারীদের বিচারের রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কথাও জানায় এফসিসি।  

এই পদক্ষেপ এমন সময়ে এলো যখন, সেলেব্রিটি ও রাজনৈতিক প্রার্থীদের কণ্ঠস্বর অনুকরণ করা রোবকলের পরিমাণ বেড়েছে।  

এফসিসি চেয়ারওমেন জেসিকা রোসেনওরসেল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দুষ্কৃতকারীরা চাঁদাবাজি, সেলেব্রিটিদের অনুকরণ এবং ভোটারদের মধ্যে ভুয়া তথ্য ছড়ানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি কণ্ঠস্বর ব্যবহার করছে।  

এসব রোবোকলের পেছনে থাকা প্রতারকদের ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।  

গেল মাসে প্রেসিডেন্সিয়াল প্রাইমারির আগে নিউ হ্যাম্পশায়ারের ভোটাররা বাইডেনের কণ্ঠস্বরের রোবকল পান। এসব কলে প্রাইমারিতে ভোট দিতে নিষেধ করা হয়। কলের সংখ্যা আনুমানিক ৫ হাজার থেকে ২৫ হাজার।

নিউ হ্যাম্পশায়ারের অ্যাটর্নি জেনারেল বলেন, এসব কলের সঙ্গে টেক্সাসের দুটি কোম্পানির সংযোগ রয়েছে। অপরাধের তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।