ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা ন্যাটো মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা ন্যাটো মহাসচিবের

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। রুশ হামলা থেকে যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের রক্ষা করবে না- ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউসও।

স্টলটেনবার্গ এক লিখিত বিবৃতিতে বলেন, মিত্ররা একে অপরকে রক্ষা করবে না, এমন পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্রসহ আমাদের সমস্ত নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে এবং আমেরিকান ও ইউরোপীয় সৈন্যদের বাড়তি ঝুঁকিতে ফেলে।

তিনি বলেন, ন্যাটোর ওপর যেকোনো আঘাতে একতাবদ্ধ ও শক্তিশালী জবাব দেওয়া হবে।  

শনিবার সাউথ ক্যারোলাইনায় এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প ন্যাটো মিত্রদের সতর্ক করে বলেন, তিনি অপরাধী দেশগুলোর বিরুদ্ধে যা খুশি তাই করতে রাশিয়াকে উৎসাহিত করবেন।

চলতি বছর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  
 
রাশিয়ার হামলা রোধের প্রচেষ্টায় ইউক্রেন কোমর বেঁধে নেমেছে। মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরা দেশটিকে অতিরিক্ত সহায়তার অর্থ দেওয়ার বিষয়ে ক্রমশ সংশয়বাদী হয়ে উঠেছে। ঠিক এমন পরিস্থিতিতে ট্রাম্প এ মন্তব্য করলেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।