ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে দুই মাসের শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে দুই মাসের শিশু নিহত

উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই মাসের এক শিশু নিহত হয়েছে। তার মা এ হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খবর বিবিসির।  

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ বলেন, জোলোচিভ গ্রামে তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে দুই মাস বয়সী ছেলে শিশুটির মরদেহ বের করা আনা হয়।  

রাশিয়ার ছোড়া দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্রে আরও দুই নারী আহত হন বলে জানা গভর্নর। ক্ষেপণাস্ত্র দুটি একটি হোটেল ও আশপাশের ভবনে আঘাত হানে।  

২০২৩ সালের শেষ দিক থেকে খারকিভ অঞ্চলে হামলা বেড়েছে। জোলোচিভ গ্রামটি রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

এস-৩০০ ক্ষেপণাস্ত্র মঙ্গলবার ভোরের দিকে ওই হোটেলে আঘাত হানে।  

গেল মাসে খারকিভে আরেকটি হোটেলে এস-৩০০ ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহ করা এক সাংবাদিকও ছিলেন।

ডিসেম্বরের শেষ দিকে ইউক্রেনের বাহিনী রাশিয়ার বোমা হামলার প্রতিক্রিয়ায় বেলগোরোদে ভয়াবহ হামলা চালায়।

এদিকে ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা রাশিয়ান গুপ্তচর চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।