ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন হামলা: বেসামরিক নাগরিকসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
ইরাকে মার্কিন হামলা: বেসামরিক নাগরিকসহ নিহত ১৬

জর্ডানের টাওয়ার ২২ এলাকায় ড্রোন হামলায় তিন সেনা সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইরাক ও সিরিয়ায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় ইরাকে বেসামরিক নাগরিকসহ ১৬ জন নিহত হয়েছেন।

এর আগে মার্কিন হামলায় সিরিয়ায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র বলছে ইরান ও দেশটির সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর ওপর মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ইরাক সরকারের মুখপাত্র জানিয়েছেন, দেশের পশ্চিমাঞ্চলে ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন বাহিনীর চালানো হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ২৩।

এ ঘটনার বিষয়ে ব্যাখ্যা চাইতে ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে।

সিরিয়ায় মার্কিন হামলায় ১৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে যুদ্ধ পর্যবেক্ষণবিষয়ক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় নিহতরা ইরানপন্থি যোদ্ধা। তাদের মধ্যে পাঁচজন দেইর এজ্জোর এলাকায় নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।