ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
হুতিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, তারা ইয়েমেনে হুতি বিদ্রোহীদের একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংস করে করেছে।  

ক্ষেপণাস্ত্রটি লোহিত সাগরে তাক করা ছিল এবং এডেন সাগরে ব্রিটিশ তেলের ট্যাংকারে ইরান-সমর্থিত গোষ্ঠীটির হামলার পর চালুর জন্য প্রস্তুত ছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড শনিবার এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রটি এ অঞ্চলে বাণিজ্য জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।  

শুক্রবার সন্ধ্যায় একটি ব্রিটিশ জ্বালানি ট্যাংকারে হামলা চালায় হুতিরা। এরপর যুক্তরাষ্ট্র এ হামলা চালাল।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।