ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, বেশ কয়েকজন মার্কিন সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
ইরাকে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, বেশ কয়েকজন মার্কিন সেনা আহত

ইরাকে আল আসাদ নামে এক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত একজন ইরাকিসহ বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন।

তবে তাদের সংখ্যা ঠিক কত তা প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি

বিবিসি বলছে, ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই বিমানঘাঁটিতেই মূলত মার্কিন সেনারা অবস্থান করছেন। শনিবার সেই ঘাঁটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে ঘাঁটিতে আঘাত করতে সক্ষম হয়। এতে অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।  

এ হামলার জন্য ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।  

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, গোষ্ঠীটি গত বছরের শেষের দিকে সংগঠিত হয়েছিল এবং ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রয়েছেন এতে।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।