ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজ দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সেকেন্ড থমাস শোলের কাছের একটি অঞ্চলে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। সোমবার চীনের সামরিক বাহিনী এমনটি বলেছে।

খবর রয়টার্সের।  

চীনের সাউদার্ন থিয়েটার অব অপারেশনসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দেশটি দক্ষিণ চীন সাগরে বিঘ্ন সৃষ্টি করেছে এবং চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, ইউএসএস গ্যাব্রিয়েলে গিফোর্ডস যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগর অঞ্চলে আন্তর্জাতিক আইন মেনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

দক্ষিণ চীন সাগরের সবচেয়ে বড় অংশটি দাবি করে চীন। চীন, ভিয়েতনাম, ফিলিপাইন্স, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই- এদের সবাই দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে বিরোধে জড়িয়েছে।  

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।