ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় বোমা হামলায় হামাস নেতার নাতি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
গাজায় বোমা হামলায় হামাস নেতার নাতি নিহত ছবি: সংগৃহীত

হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহের বড় নাতি জামাল মুহাম্মদ হানিয়াহ মঙ্গলবার গাজায় ইসরায়েলিদের বোমা হামলায় নিহত হয়েছেন।

এ ঘটনার ১০ দিন আগে গাজায় গণহত্যায় হানিয়াহের নাতনি রুয়া হাম্মাম ইসমাইল হানিয়াহ নিহত হন।

এছাড়া গত ৭ অক্টোবর থেকে গাজার যুদ্ধে হানিয়াহের নাতনি এবং ভাগনেসহ ৩০ স্বজন নিহত হয়।  

হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহের নাতনি রুয়া গাজার ইসলামিক ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের একজন শিক্ষার্থী ছিলেন।

এদিকে,  হামাসের হাতে জিম্মি ৫০ ইসরায়েলির মুক্তির বিপরীতে ৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আলকুদস

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।