ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা ইসরায়েলের সঙ্গে লাগোয়া লেবাননের একটি সীমান্তবর্তী গ্রামে হামলার মর্টারের গোলা ছোড়ার পর ধোঁয়া উঠছে

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলি এলাকায় অন্তত ২০টি রকেট ছোড়া হয়েছে।

এই রকেট হামলার জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মর্টারের গোলায় জবাব দিয়েছে।

মুখপাত্র আভিচায় আদ্রাই এমনটি জানান।  

লেবাননের হামাস যোদ্ধারা হামলার দায় নিয়ে বলেছে, তারা অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র তারা ছুড়েছে।

ইসরায়েল ও লেবাননের যোদ্ধাদের মধ্যকার সর্বশেষ সীমান্ত হামলার ঘটনা এটি।  

এর আগে, দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র লেবানন থেকে সীমান্তের ওপারে নিক্ষেপ করা হয়েছিল। তবে এটি মানারার ইসরায়েলি কিব্বুজের দিকে আরও পূর্বে নিক্ষেপ করা হয়েছিল।

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। পরে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে।

এই সংঘাতে দুই পক্ষের কয়েক হাজার লোকের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার।  

ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর ইসরায়েল-লেবানন সীমান্তে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাবে ইসরায়েলও হামলা চালিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।