ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
গাজায় ইসরায়েলের হামলায় চার ইসরায়েলি সেনা নিহত গাজা সীমান্তে ইসরায়েলি সেনা

হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস সোমবার বলছে, তাদের হাতে ধরা পড়া চার ইসরায়েলি সেনা গাজায় ইসরায়েলেরই হামলায় নিহত হয়েছে। হামাসেরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

খবর আল জাজিরা।

এদিকে টাইমস অব ইসরায়েল বলছে, রোববারের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আশকেলনের কাছে রুট ফোরে এক ইসরায়েলি ব্যক্তি নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ তাকে গাজান সন্ত্রাসী ভেবে গুলি করে।

অন্যদিকে গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা হয়েছে। গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক  জামিলেহ আবু জানুন জানিয়েছেন, এতে ৫০ জন নিহত হয়েছেন।

আবু জানুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরার বরাত দিয়ে জানান, গাজায় নিহতের সংখ্যা প্রায় ৫০০। আহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। তবে বুধবারের মধ্যে এই সংখ্যা হাসপাতালের জন্য আরও জটিল হয়ে উঠবে কারণ সেখানে বিদ্যুৎ থাকবে না।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আর ইসরায়েলের সেনাদের মধ্যে সংঘাত শুরু হয় শনিবার ভোরে। হঠাৎই হামলা চালিয়ে বসে হামাস। জবাবে ইসরায়েলও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।