ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অবৈধ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
মেক্সিকোতে  ট্রাক উল্টে ১০ অবৈধ অভিবাসী নিহত

মেক্সিকোতে কার্গো ট্রাক উল্টে দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অবৈধ অভিবাসী।

এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতদের সবাই কিউবান নারী বলেও নিশ্চিত করেছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।

দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।

প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর এই রাস্তাটি অবৈধ অভিবাসীরা প্রায়শই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টায় ব্যবহার করে থাকে। কিছুদিন আগে একই প্রদেশে অভিবাসীদের বহনকারী আরেকটি ট্রাক উল্টে দুই অভিবাসী নিহত হয়।

এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে দুর্ঘটনা কবলিত হয়ে  ৫৬ জন নিহত হয়েছিল।

 

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।