ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জি-২০ শীর্ষ সম্মেলন শুরু, জোটভুক্ত হল আফ্রিকান ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
জি-২০ শীর্ষ সম্মেলন শুরু, জোটভুক্ত হল আফ্রিকান ইউনিয়ন

নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে শনিবার (৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে এবারের জি-২০ শীর্ষ সম্মেলন।  

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

জি-২০ সম্মেলনে অংশ নিতে গতকাল শুক্রবার(৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

সম্মেলনের স্বাগত ভাষণে নরেন্দ্র মোদি ‘বিশ্বব্যাপী বিরাজমান বিশ্বাসের ঘাটতি’ দূর করে বিশ্বাসের সম্পর্ক স্থাপনে সবার প্রতি আহ্বান জানান। সম্মেলনে মোদির টেবিলে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ লেখা নেমপ্লেট রাখা রয়েছে।  

সম্মেলনের উদ্বোধনী দিনে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন (এইউ) জি-২০-এর স্থায়ী সদস্যপদ পেয়েছে জানান জোটের বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন অ্যাজালি আসৌমানিকে জি-২০-এর আলোচনার মূল টেবিলে যোগ দিতে আহ্বান জানান।

এময় মোদি বলেন, এইউ জি-২০ জোটে যোগ দেওয়ার ফলে এর কার্যকারিতা আরও বাড়বে। তিনি বলেন, জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি জি-২০কে শক্তিশালী করার পাশাপাশি গ্লোবাল সাউথের কণ্ঠকেও শক্তিশালী করবে।

জি-২০-এর সদস্যপদ পেতে জোটের সদস্য দেশগুলো এইউকে যেভাবে বিভিন্ন সদস্য রাষ্ট্রের সমর্থন পেয়েছে তাতে সংবাদ মাধ্যমের কাছে সন্তোষ প্রকাশ করেন এআইয়ের চেয়ারপারসন আসৌমানি।

ইউরোপীয় ইউনিয়নের পর দ্বিতীয় কোনো আঞ্চলিক জোট হিসেবে এইউ জি-২০ সম্মেলনে যোগ দিল।

এবারের সম্মেলনে যোগ দেননি জোটের অন্যতম দুই শীর্ষ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সূত্র দ্য হিন্দু, আল জাজিরা।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।