ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন সামনে আনলেন কিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন সামনে আনলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন একটি সাবমেরিনের নামকরণের একটি অনুষ্ঠান করেছেন। পিয়ংইয়ং দাবি করেছে যে, এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।

রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিনটি চটজলদি দেশের পারমাণবিক প্রতিরোধকে শক্তিশালী করেছে।

উত্তর কোরিয়া যে ধরনের অস্ত্র তৈরি করতে চায়, সেই তালিকায় পারমাণবিক হামলাকারী সাবমেরিন দীর্ঘদিন ধরে রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম জং উন একটি শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছেন, নৌ কর্মকর্তারা তার পাশে ভিড় করে আছেন। আরেক ছবিতে একটি কালো রঙের সাবমেরিন দেখা যায়, যেটি পারমাণবিক অস্ত্র চালু করতে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।  

কিম বহু বছর ধরে এই সাবমেরিন তৈরির জন্য কাজ করছেন। এটিকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়।

পানির নিচে সাবমেরিন শনাক্ত করা কঠিন। এর অর্থ হলো আক্রমণে পিয়ংইয়ংয়ের স্থলভাগের অস্ত্রগুলো ধ্বংস হয়ে যাওয়ার পর সমুদ্র থেকে শত্রুদের আক্রমণ করারও সুযোগ থাকবে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।