ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াগনার বিদ্রোহের পর থেকে ‘নিখোঁজ’ রুশ জেনারেলকে দেখা গেল ছবিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
ওয়াগনার বিদ্রোহের পর থেকে ‘নিখোঁজ’ রুশ জেনারেলকে দেখা গেল ছবিতে

রাশিয়ায় ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহের পর থেকে নিখোঁজ এক রুশ জেনারেলকে এই প্রথম দেখা গেছে অনলাইনে প্রকাশিত এক ছবিতে।

সের্গেই সুরোভিকিন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়।

প্রিগোজিন আগস্টে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান।

রাশিয়ায় এরকম অনেক রিপোর্ট পাওয়া যাচ্ছিল যে ওয়াগনার বিদ্রোহের সঙ্গে সম্ভাব্য সম্পর্কের বিষয়ে জেনারেল সুরোভিকিনের  বিরুদ্ধে তদন্ত চলছে।

কিন্তু ইউক্রেনে রাশিয়ার এই সাবেক অধিনায়ককে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ছবিতে এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে।

জেনারেল সের্গেই সুরোভিকিন প্রকাশ্যে এসেছেন। তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন, মস্কোতে তার বাড়িতে পরিবারের সঙ্গেই আছেন। ছবিটি তোলা হয়েছে আজ- সোমবার টেলিগ্রাম চ্যানেলে ছবিটি পোস্ট করে লিখেছেন রাশিয়ার একজন নামকরা গণমাধ্যম ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক।

এই ছবিটি আসল কি না, বিবিসি তা এখনো যাচাই করে দেখতে পারেনি। ছবিতে জেনারেল সুরোভিকিনকে সানগ্লাস পরে লাল চুলের এক নারীর হাত ধরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। এই নারীকে দেখতে জেনারেলের স্ত্রী আনার মতোই মনে হচ্ছে।

রুশ সাংবাদিক আলেক্সেই ভেনেডিক্টভও পৃথকভাবে টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, জেনারেল সুরোভিকিন বাড়িতে তার পরিবারের সঙ্গেই আছেন। তিনি এখন ছুটিতে আছেন, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত আছেন।

ভাড়াটে সেনাদল ওয়াগনারের সৈন্যরা জুনের শেষভাগে এক বিদ্রোহে যোগ দেয়। তারা মস্কোর দিকে অগ্রসর হওয়ারও হুমকি দিচ্ছিল।  

সুরোভিকিনকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল ওয়াগনার বিদ্রোহের সময় এক ভিডিওতে। সেখানে তিনি বিদ্রোহ থামানোর জন্য সৈন্যদের প্রতি আহ্বান জানাচ্ছিলেন।

গত অক্টোবরে জেনারেল সুরোভিকিনকে ইউক্রেনে রুশ বাহিনীর অধিনায়ক করা হয়। কিন্তু তিন মাস পরই আবার তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

সিরিয়ায় রাশিয়ার অভিযানের সময় ব্যাপক নিষ্ঠুরতার জন্য তিনি পরিচিতি পান। সেখানে তাকে ‘জেনারেল আর্মাগেডন’ বলে বর্ণনা করা হতো।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।