ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বছরে সাগর থেকে ৬০০ কোটি টন বালু তোলা হয়: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
বছরে সাগর থেকে ৬০০ কোটি টন বালু তোলা হয়: জাতিসংঘ

বিশ্বের সাগর-মহাসাগর থেকে প্রতি বছর প্রায় ৬ বিলিয়ন টন বা ৬০০ কোটি টন বালু ও পলি তোলা হয়।  

জাতিসংঘ মঙ্গলবার এমনটি বলেছে।

পাশাপাশি সংস্থাটি জীববৈচিত্র্য এবং উপকূলীয় সম্প্রদায়ের ওপর এর বিধ্বংসী প্রভাব নিয়ে সতর্ক করেছে।  

সামুদ্রিক পরিবেশ থেকে পলি নিষ্কাশনের ওপর প্রথম বিশ্বব্যাপী ডেটা প্ল্যাটফর্ম চালু করে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) সতর্ক করেছে, ভয়াবহ পরিণতি নিয়ে ড্রেজিংয়ের মাত্রা বাড়ছে।

ইউএনইপির বিশ্লেষণ কেন্দ্র গ্রিড-জেনেভার প্রধান প্যাসকেল পিডুজ্জি বলেন, অগভীর সমুদ্র খনন কার্যক্রম এবং ড্রেজিংয়ের পরিবেশগত প্রভাবের মাত্রা উদ্বেগজনক।

তিনি জীববৈচিত্র্যের ওপর এর প্রভাব, সেইসঙ্গে পানির অস্বচ্ছতা এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের ওপর শব্দের প্রভাবের দিকে ইঙ্গিত করেন।

নতুন ডেটা প্ল্যাটফর্ম মেরিন স্যান্ড ওয়াচ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সামুদ্রিক পরিবেশে বালু, কাদামাটি, পলি, নুড়ি ও শিলার ড্রেজিং কর্মকাণ্ড পর্যবেক্ষণের পাশাপাশি তথ্য সংগ্রহ করে থাকে।  

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।