ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ডিজেল-পেট্রলের রেকর্ড মূল্যবৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
পাকিস্তানে ডিজেল-পেট্রলের রেকর্ড মূল্যবৃদ্ধি

পাকিস্তানে আবারও বাড়ানো হয়েছে পেট্রলের দাম। নতুন দাম অনুযায়ী এখন দেশটিতে প্রতি লিটার পেট্রল কিনতে হবে ২৯০ দশমিক ৪৫ রুপিতে।

আগের দাম থেকে পেট্রলের দাম বেড়েছে ১৭ দশমিক ৫০ রুপি। অপরদিকে হাইস্পিড ডিজেল প্রতি লিটার ২০ রুপিরও বেশি বেড়ে হয়েছে ২৯৩ দশমিক ৪০ রুপি।

আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরের দিনই জ্বালানির দাম বাড়ালেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ২০ রুপিরও বেশি বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে। খবর দ্য ডন।

সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরকার মাত্র ১৫ দিন আগে জ্বালানির মূল্যবৃদ্ধি করেছিল। ফলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রতি লিটার জ্বালানির মূল্য ৪০ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।