ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফের হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ফের হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হৃৎস্পন্দন নিয়ন্ত্রণের জন্য বুকে একটি পেসমেকার বসানো হবে।

সে অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ জানিয়েছে।

এর আগে গত ১৫ জুলাই পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেতানিয়াহু। তীব্র দাবদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি সুস্থ বাড়ি ফেরেন।

রোববার (২৩ জুলাই) নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পরামর্শে গেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, আজ রাতে তেল হাশোমারের শেবা মেডিকেল সেন্টারে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বুকে পেসমেকার বসানো হবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।