ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারী বর্ষণে ভারতে ভূমিধস, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
ভারী বর্ষণে ভারতে ভূমিধস, নিহত ৪

টানা ৩৬ ঘণ্টার ভারী বর্ষণে ভারতের মহারাষ্ট্রে ভূমিধস হয়েছে। ধসে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আটকা পড়েছে বহু পরিবার।

মহারাষ্ট্রের কঙ্কণ এলাকার রায়গড় জেলার ইরশালওয়াড়ি গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

স্থানীয় সংবাদ সংস্থা বলছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্যে ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে গ্রামের প্রায় ৫০টি পরিবার আটকা পড়েছে।

উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করে নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রায়গড় জেলা প্রশাসক যোগেশ মাশে জানিয়েছেন, যে এলাকায় ভূমিধস হয়েছে, সেখানে অনেকটাই পাহাড়ি রাস্তা। প্রায় দুইঘণ্টা উপরের দিকে উঠতে হবে।

বিষয়টি খুবই চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন তিনি।

জানা গেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। কয়েকজন মন্ত্রী ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।