ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিন ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে হেরে গেছেন: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
পুতিন ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে হেরে গেছেন: বাইডেন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন,  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে হেরে গেছেন।

এবং এ কথা সত্য হিসেবে গ্রহণ করা পুতিনের জন্য সময়ের ব্যাপার মাত্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ জুলাই) ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিসটোর সঙ্গে করা এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাইডেন।

ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে বলে মনে করেন না বাইডেন। ইউক্রেনের পালটা আক্রমণ মস্কোকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নতুন সদস্য হয়েছে ফিনল্যান্ড। দেশটি সফরে গিয়ে বাইডেন বলেন, ইউক্রেনও একদিন এ জোটে যোগ দেবে।

তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নয়।

বাইডেন বলেন, যুদ্ধ চলাকালে কোনো দেশ ন্যাটোতে যোগ দিতে পারবে না। কারণ এটি গ্যারান্টি দেয় যে ইউক্রেনের এখন ন্যাটোতে যোগদানের মানে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’।

তবে ইউক্রেন একদিন এ জোটের সদস্যপদ পাবে বলে প্রতিশ্রুতি দেন বাইডেন।

তিনি বলেন, আমি মনে করি ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান এবং সুইডেনও … এটি বিশ্বকে আরও নিরাপদ করে তুলবে। যুদ্ধ হওয়ার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।