ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাবলুসে ইসরায়লি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
নাবলুসে ইসরায়লি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের শহর নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। খবর আল জাজিরা।

স্থানীয় সময় শুক্রবার সকালে এই অভিযান চলে। স্থানীয়রা এই অভিযানকে আক্রমণ হিসেবে উল্লেখ করেন। নিহতরা হলেন হামজা মকবুল ও খাইরি শাহীন। আল জাজিরার সংবাদদাতা অ্যালান ফিশার এমনটি জানিয়েছেন।

পশ্চিম তীরের রামাল্লা থেকে ফিশার বলেন, ইসরায়েলি বাহিনী দুইজনকে খুঁজতে শহরে অভিযান চালায়, যাদের একজনের আল-আকসা শহীদ ব্রিগেডের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল।  

ফিশার বলেন, পুরোনো নাবলুসের একটি বাড়িতে কয়েকজনকে শনাক্ত করা হয়। ইসরায়েলি বাহিনী একটি লাউডস্পিকারে তাদের আত্মসমর্পণ করতে বলেছিল।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, তাদের ক্রুয়েরা নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাবলুসের পুরোনো শহর থেকে হস্তান্তর করেছে।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানায়, ইসরায়লি বাহিনী নির্মমভাবে ওই দুই ব্যক্তিকে গুলি করার আগে ভবন ঘেরাও করে।

আল জাজিরা টিভি খবরে জানিয়েছে, এই অভিযানে তিনজন আহত হয়েছেন।

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১২ জন ফিলিস্তিনি নিহত এবং ১৪০ জন আহত হওয়ার ঘটনার দুদিন না যেতেই নাবলুসে এই ঘটনা ঘটল।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।