ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: পুতিন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
রাশিয়া যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: পুতিন 

ওয়াগনার বিদ্রোহের দুই সপ্তাহের মধ্যে প্রথম কোনো আন্তর্জাতিক ফোরামে হাজির হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

সাংহাই কো-অপারেশন অরগানাইজেশনে (এসসিও) তিনি বলেন, রাশিয়ানরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।

এক ভার্চ্যুয়াল বৈঠকে পুতিন বলেন, রাশিয়ার জনগণ আগের মতো একত্রিত হয়েছে।  

তিনি বলেন, পিতৃভূমির ভাগ্যের জন্য রুশ রাজনৈতিক বৃত্ত এবং পুরো সমাজ স্পষ্টভাবে তাদের ঐক্য ও উন্নত দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। তারা সশস্ত্র বিদ্রোহের প্রচেষ্টার বিরুদ্ধে এক হয়ে সাড়া দিয়েছে।

ওয়াগনার বিদ্রোহ তার দুর্বলতা দেখিয়েছে এমন দাবির পর পুতিন তার কর্তৃত্ব সম্পর্কে সন্দেহ দূর করার জন্য কতটা নিবেদিত, তা দেখানোর জন্য মূল মিত্রদের সঙ্গে বৈঠকে রাশিয়ার ঐক্যের ওপর জোর দেন।  

পুতিন বলেন, মস্কো চীন ও ভারতের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে মস্কো পরিকল্পনা করেছে। বৈদেশিক বাণিজ্যে স্থানীয় মুদ্রায় রূপান্তরে সমর্থন জানান তিনি।
 
তিনি সতর্ক করে বলেন, সংঘাতের শঙ্কা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের ঝুঁকি বাড়ছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।