ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে ঈদের দিনেও সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
সুদানে ঈদের দিনেও সংঘর্ষ

ঈদুল আজহা উপলক্ষে সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

ঈদের দিনও হামলা-পাল্টা হামলা হয়েছে আফ্রিকার দেশটিতে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানে সেনাবাহিনী ও প্যারা মিলিটারি বাহিনীর মধ্যে সংঘর্ষ ৭০ দিনে গড়িয়েছে। সুদানের জনগণের জন্য এবারের ‘ঈদ’ অন্য যেকোনো সময়ের তুলনায় ভিন্ন।

রাজধানী খার্তুমের বাসিন্দারা বুধবার সকালে ভারী বন্দুকের আওয়াজ শুনেছেন। একইসঙ্গে তারা আর্টিলারি এবং বিমান হামলার শব্দও শুনেছেন।

ওমদুরমান শহর থেকে আল জাজিরার প্রতিনিধি হিবা মরগান বলেছেন, মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বুধবার, সেটা সুদানে খুব সামান্যই বোঝা গেছে। রাস্তাঘাটে খুব অল্প মানুষের উপস্থিতি দেখা গেছে।

সংঘাত শুরু হওয়ার পর দু’পক্ষের মধ্যে ১৭ বার যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু তাতে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি। তাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো অগ্রগতি হয়নি।

প্রসঙ্গত, ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনী প্রধান এবং প্যারা মিলিটারি আরএসএফ প্রধান একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।