ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রিগোজিনের বিদ্রোহের পেছনে কি পুতিন? 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
প্রিগোজিনের বিদ্রোহের পেছনে কি পুতিন? 

মাত্র দুদিন আগেই রাশিয়া এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যায়। ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সৈন্য নিয়ে মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন।

পরে অবশ্য যাত্রা স্থগিত করেন তিনি।

এই আকস্মিক বিদ্রোহের পেছনে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই রয়েছেন? এই নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় একটি নিবন্ধ লিখেছেন সাংবাদিক অনিন্দ্য দে। দুই দশক ধরে সাংবাদিকতা করছেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি লেখালেখি করেন। নিবন্ধটির কিছু অংশ তুলে ধরা হলো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তার কট্টর মিত্র এবং ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির (পিএমসি) প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিদ্রোহ করেছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছিল। তবে তা হঠাৎই শেষ হয়ে যায় 

এই বিদ্রোহের নায়ক তার সৈন্যদের মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে থেকে ফিরে আসার নির্দেশ দেন এবং বেলারুশের রাষ্ট্রপতি ও পুতিনের বন্ধু লুকাশেঙ্কোর মধ্যস্থতায় একটি চুক্তিতে নির্বাসনে সম্মত হন।

রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে শিক্ষা দেওয়ার জন্য এমন পদক্ষেপ থেকে প্রিগোজিনের হঠাৎ ফিরে আসা ছিল বিভ্রান্তিকর এবং অযৌক্তিক।  

কনকর্ড ক্যাটারিংয়ের প্রতিষ্ঠাতা প্রিগোজিনের মতে, বিদ্রোহের আপাত কারণ ছিল রাশিয়ান সামরিক বাহিনীর সঙ্গে, বিশেষ করে শোইগু ও গেরাসিমভের সঙ্গে তার তীব্র দ্বন্দ্ব।

ইউক্রেনে হাজার হাজার সৈন্যের হতাহতের পেছনে প্রিগোজিন রাশিয়ার শীর্ষ জেনারেলদের দায়ী করেন। বাখমুত যুদ্ধে পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহ না করার অভিযোগ তোলেন তাদের বিরুদ্ধে।

তিনি আরও অভিযোগ করেন, সেনারা বাখমুতের প্রবেশপথে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। ওয়াগনার সৈন্যদের সেনাবাহিনীতে আত্তীকরণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করতে অস্বীকার করেন।

শুক্রবার সকালে প্রিগোজিন চূড়ান্ত অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার একটি মিসাইল হামলায় তার অনেক সৈন্য নিহত হয়েছে। বিদ্রোহের ঠিক আগে, তিনি বলেন যে, রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছকে ইউক্রেন আক্রমণ করে স্থলভাগ হারাচ্ছে।

পশ্চিমা গণমাধ্যমগুলো প্রিগোজিনের টেলিগ্রাম বার্তা নিয়ে বেশ আলোচনা সৃষ্টি করে এবং নাটকীয় এই ঘটনাকে পুতিনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করে।

কিন্তু এটি কি সত্যিই একটি বিদ্রোহ এবং পুতিনের শাসনের জন্য চ্যালেঞ্জ ছিল? নাকি তার ক্ষমতা জোরদারের এবং নতুন সামরিক কৌশল ছিল?

একজন দোষী, হটডগ বিক্রেতা, ক্রেমলিনের বিশিষ্ট ব্যক্তিদের পরিবেশনকারী ক্যাটারার, ঘনিষ্ঠ মিত্রদের পুতিনের কক্ষপথের অংশ এবং ওয়াগনার বসের উত্থান উল্কার মতো, অনেকটা হলিউডের গল্পের মতো।

পাবলিক স্কুলে খাবার পরিবেশনে মিলিয়ন ডলার মূল্যের চুক্তি জেতার পরে, ধূর্ত ও দূরদর্শী প্রিগোজিন সতর্কতার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং ক্রিমিয়া, আফ্রিকা, সিরিয়া এবং মালিতে তার প্রধান ভৃত্য হয়ে ওঠেন।

ওয়াগনারের প্রধান ঘাঁটি ক্রাসনোদার জেলার প্রত্যন্ত মলকিনোতে অবস্থিত, যা রাশিয়ার জিআরইউ এর দশম সেপারেট স্পেশাল পারপাস ব্রিগেড ও স্পেশাল ফোর্সেসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।  

প্রিগোজিন কি পুতিন এবং তার সামরিক বাহিনীর সঙ্গে তার বন্ধুত্বের ঝুঁকি নেবেন? তিনি ওয়াগনারের অর্থদাতা হতে পারেন, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক তাকে সমর্থন করে এবং বিদেশে তিনি যে চুক্তিগুলি জিতেছিলেন তা পুতিনের কারণে।

এই বিদ্রোহের মাধ্যমে প্রিগোজিনকে বেলারুশে রেখে পুতিন  ইউক্রেনে নতুন করে হামলার পরিকল্পনা করে থাকতে পারেন। বেলারুশের কাছে ইতোমধ্যেই রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে। এটি জেলেনস্কির জন্য একটি কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে।

ওয়াগনার পুতিনের কাছে অপরিহার্য হয়ে উঠেছে। তিনি বিদ্রোহের পরে রাশিয়ায় তার ভাষণে গোষ্ঠীটির নামও নেননি। সেনাবাহিনী যখন বাখমুতে ইউক্রেনীয় বাহিনীকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল, তখন ওয়াগনার প্রয়োজনীয় কাজটি করেছিল।

পুতিন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লিবিয়া, সুদান ও মালিতে নিয়ন্ত্রণ হারাতে চাইবেন না, যেখানে ওয়াগনার উপস্থিত এবং সেখানে তারা হীরা ও সোনার ব্যবসা করে।

বিশ্ব মিডিয়া শিরোনামে বলেছে যে, বিদ্রোহ হলো পুতিনের শেষের শুরু এবং তার কর্তৃত্ব হ্রাস করা হয়েছে। তবে এর কোনো প্রমাণ নেই। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের গতি কমেনি বা পুতিনের প্রভাবও কমেনি।

অন্যদিকে, এর মাধ্যমে শোইগুসহ সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তি এবং ফ্রন্টলাইনে থাকা জেনারেলদের মধ্যে প্রেসিডেন্টের সমর্থন বাড়তে পারে। সর্বোপরি, প্রিগোজিন একজন জেনারেল নন বরং একজন ভাড়াটে গোষ্ঠীর প্রধান।

স্বৈরশাসকরা প্রায়শই ঘরোয়া চ্যালেঞ্জ ব্যবহার করে থাকে তাদের দখল শক্ত করতে, জনসাধারণকে বিভ্রান্ত করতে এবং তাদের একত্রিত করতে। এটি তাদের কর্তৃত্ববাদী শাসন-বইয়ের ভুয়া খবর এবং মিথ্যা তথ্যের একটি সাধারণ অধ্যায়।

রাশিয়ার প্রধানমন্ত্রী সোমবার মন্ত্রিসভাকে বলেন যে, রাশিয়া একটি অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রেসিডেন্টের  চারপাশে আমাদের এক দল হিসাবে কাজ করতে হবে এবং সব শক্তির ঐক্য বজায় রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।