ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে আঞ্চলিক গভর্নরকে অপহরণ করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সুদানে আঞ্চলিক গভর্নরকে অপহরণ করে হত্যা

সুদানে এক আঞ্চলিক গভর্নরকে প্রকাশ্যে হত্যা করেছে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। তার নাম খামিস আবাকার।

তিনি সুদানের পূর্ব দারফুরের আঞ্চলিক গভর্নর ছিলেন।

বুধবার (১৪ জুন) দারফুরের জেনেইনাতে তাকে হত্যা করা হয়। খবর আল জাজিরা।

খামিস আবাকারকে হত্যার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি সরকারি সূত্র জানিয়েছে যে, এই হত্যার জন্য আরএসএফ দায়ী।

এদিকে সুদানের সেনাবাহিনীও সোশ্যাল মিডিয়ায় আরএসএফের বিরুদ্ধে গভর্নরকে ‘অপহরণ ও হত্যা’ করার অভিযোগ এনেছে।

সেনাবাহিনী বলেছে, এ হত্যাকাণ্ডটি আরএসএফের ‘বর্বর অপরাধের একটি নতুন অধ্যায়’ যোগ করেছে। তারা ঘটনাটিকে ‘নৃশংস কাজ’ বলে অভিহিত করেছে।

এ বিষয়ে আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

দারফুর অঞ্চলের গভর্নর মিনি আরকো মিনাউই বলেছেন, একটি টেলিভিশন স্টেশনে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টা পর খামিস আবাকারকে অপহরণ করে হত্যা করা হয়।

এর আগে বুধবার আল হাদাথ টিভিকে আবাকার বলেছিলেন যে, বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, ‘বেসামরিক মানুষ এলোমেলোভাবে এবং বিপুল সংখ্যায় নিহত হচ্ছে’।

বুধবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আরএসএফের ইউনিফর্ম পরা সশস্ত্র কয়েকজন ব্যক্তি আবাকারকে আটক করছে। অন্য ক্লিপগুলোতে গভর্নরকে ঘাড়ে এবং মুখে ক্ষতসহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।