ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্দুক হামলা, ফিলিস্তিন বংশোদ্ভূত ৫ ইসরায়েলি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুন ৯, ২০২৩
বন্দুক হামলা, ফিলিস্তিন বংশোদ্ভূত ৫ ইসরায়েলি নিহত ছবি: সংগৃহীত

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি কারওয়াশ কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ফিলিস্তিন বংশোদ্ভূত পাঁচ ইসরায়েলি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জুন) নাজারেথের আরব উপশহর ইয়াফা আন-নাসেরিয়ায় এ হামলার ঘটনা ঘটে।

 

এ হামলার মধ্যদিয়ে নিহত আরব ইসরায়েলিদের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়াল।

বিগত কয়েক বছরের মধ্যে এ সম্প্রদায়ের ওপর এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

এ হামলার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় সহায়তা করবে।

পুলিশ জানায়, নাজারেথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়। এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের গ্রেপ্তারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে কথা বলার সময় পুলিশ মুখপাত্র এলি লেভি সরকারি সম্প্রচার কেন্দ্র কানকে বলেন, এক বা একাধিক ব্যক্তি ওই কারওয়াশ কেন্দ্রের লোকজনের ওপর বেপরোয়া গুলি বর্ষণ করে।

ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ইসরায়েলি। তারা ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরায়েল গঠনের পর তারা তাদের ভূমিতে থেকে যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।