ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে জিততে পারবে না রাশিয়া: যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মে ২৬, ২০২৩
ইউক্রেনে জিততে পারবে না রাশিয়া: যুক্তরাষ্ট্র 

রাশিয়া ইউক্রেনে সামরিক জয় পাবে না। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা এমনিটিই বলেছেন।

খবর আল জাজিরা

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বলেছেন, সামরিকভাবে এই যুদ্ধ রাশিয়া জিততে যাচ্ছে না।

রামস্টেইন গোষ্ঠী নামে পরিচিত ইউক্রেন ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের কয়েকটি সদস্য দেশের সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনা শেষে মিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, কিয়েভের সরকার পতনসহ রাশিয়ার মূল কৌশলগত লক্ষ্য সামরিকভাবে অর্জনযোগ্য নয়।

মিলে বলেন, ইউক্রেনে রাশিয়ার লাখ লাখ সৈন্য রয়েছে। তাদের কাছে হারানো সমস্ত অঞ্চল পুনরুদ্ধার কিয়েভের লক্ষ্য হয়ে উঠতে পারে।

তিনি বলেন, এর অর্থ হলো যুদ্ধ অব্যাহত হতে যাচ্ছে। এটি হতে যাচ্ছে রক্তাক্ত, কঠিন। কিছু ক্ষেত্রে উভয়পক্ষ একটি নিষ্পত্তি আলোচনায় যাবে অথবা তারা একটি সামরিক সিদ্ধান্তে আসবে।  

মিলের মূল্যায়ন বেশ কয়েকটি পূর্বাভাস দেয়। এর মধ্যে রয়েছে, কোনো পক্ষই একটি স্পষ্ট বিজয় অর্জনের জন্য অবস্থান করছে না এবং বর্তমানে কোনো আলোচনা চলছে না।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান মিত্র, তিনিও বলেছিলেন, ইউক্রেনে মস্কোর যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে।

বৃহস্পতিবার রাশিয়ার আরআইএ বার্তা সংস্থায় প্রকাশিত এক প্রতিবেদনে মেদভেদেভ বলেন, এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হবে, খুব সম্ভবত কয়েক দশক ধরে। ভিয়েতনাম সফরে গিয়ে তিনি এই কথা বলেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।