ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের ১৪ মে নির্বাচনে গণতন্ত্র ‘বিজয়ী’ হয়েছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
তুরস্কের ১৪ মে নির্বাচনে গণতন্ত্র ‘বিজয়ী’ হয়েছে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো দলই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। যার কারণে দেশটিতে আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে রান-অফ নির্বাচন।

এতে থাকবেন শুধুমাত্র এরদোয়ান ও কেমাল। এই নির্বাচনে যিনি বেশি ভোট পাবেন তিনি হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।

রোববার (১৪ মে) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পেয়েছেন ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট। কেমাল পেয়েছেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। আর তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ১৭ শতাংশ ভোট।

ফলাফলের নির্বিশেষে সর্বোচ্চ ভোট পাওয়া বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কের যুগান্তকারী নির্বাচনে বিজয়ী হয়েছে ‘তুর্কি গণতন্ত্র এবং তুর্কি জাতি’।

স্থানীয় সময় সোমবার (১৫ মে) টুইটারে এরদোয়ান বলেছেন, ‘আমরা ব্যালট বাক্সের মাধ্যমে প্রকাশিত জাতির ইচ্ছাকে সম্মান করি। ’

তিনি বিশ্বাস করেন যে, তার জোট ২৮ মে অনুষ্ঠিতব্য রান-অফ নির্বাচনে আরও বেশি ভোট পেয়ে বিজয়ী হবে।

তিনি বলেন, ‘আশা করি, আমরা একটি ঐতিহাসিক সাফল্য অর্জন করব। ’

‘রোববারের নির্বাচনে তুরস্কের সংসদে গণজোটকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়ার মাধ্যমে জনগণ আমাদের এবং আমাদের জোটের প্রতি আস্থা ও বিশ্বাস নিশ্চিত করেছে। ’

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।