ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মাঙ্কিপক্সের বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নিলো ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, মে ১২, ২০২৩
মাঙ্কিপক্সের বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নিলো ডব্লিউএইচও

মাঙ্কিপক্স সংক্রান্ত বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রায় এক বছর পর এই জরুরি অবস্থার অবসান ঘোষণা করল সংস্থাটি।

ডব্লিউএইচও বলেছে, ভাইরাসটি এখনও চারপাশে রয়েছে। এর প্রাদুর্ভাব অব্যাহত থাকতে পারে। তবে সর্বোচ্চ স্তরের সতর্কতা শেষ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ দেশগুলোকে ‘সতর্ক থাকার’ আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বিশ্বব্যাপী প্রাদুর্ভাবের সময় ১১১টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ে। ৮৭ হাজারেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়। মারা যান ১৪০ জন।

কিন্তু গত তিন মাসে রোগীর সংখ্যা প্রায় ৯০ শতাংশ কমে এসেছে। যার অর্থ সর্বোচ্চ স্তরের সতর্কতার আর প্রয়োজন নেই।

এর আগে গত সপ্তাহে করোনাভাইরাস মহামারি আর ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ নয় বলে ঘোষণা করেছিল ডব্লিউএইচও। আর এরপরই গতকাল (১১ মে) মাঙ্কিপক্স সংক্রান্ত বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘোষণা করল ডব্লিউএইচও।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।