ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় ‘ক্ষেপণাস্ত্র কমান্ডার’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
ইসরায়েলের হামলায় ‘ক্ষেপণাস্ত্র কমান্ডার’ নিহত

ইসরায়েলের বিমান হামলায় গাজায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডার এবং আরও দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) ভোরে দক্ষিণে খান ইউনিসের কাছে হামাদ আবাসিক শহরের একটি ভবনের পঞ্চম তলায় যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালানো হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া থেকে পিআইজে-এর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে গাজায় ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক এবং তিনজন পিআইজে কমান্ডার রয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজায় রকেটের আঘাতে তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। যদিও ফিলিস্তিনি সূত্র ঠেকে এটি নিশ্চিত করা হয়নি।

এদিকে পিআইজে-এর সশস্ত্র শাখা জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান আলি হাসান গালি ওরফে আবু মুহাম্মদ বৃহস্পতিবার সকালের হামলায় মারা গেছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা গালিকে লক্ষ্যবস্তু করেছিল। ইসরায়েলের ধারণা, তাদের বিরুদ্ধে সাম্প্রতিক রকেট হামলার জন্য দায়ী আলি হাসান গালি।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মে ১১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।