ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আলবার্টায় ছড়িয়ে পড়ছে দাবানল, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ৭, ২০২৩
আলবার্টায় ছড়িয়ে পড়ছে দাবানল, জরুরি অবস্থা জারি

দাবানল ছড়িয়ে পড়ায় কানাডার আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রায় ২৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৬ মে) এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে প্রাদেশিক কর্তৃপক্ষ। খবর বিবিসি।

১০০টিরও বেশি দাবানলের মুখোমুখি হয়েছে আলবার্টা। এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে অভিহিত করেছেন আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান ড্যানিয়েল স্মিথ।

শহর এডসনের আট হাজারেরও বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

ড্যানিয়েল স্মিথ বলেন, এখন পর্যন্ত প্রায় এক লাখ ২২ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। প্রবল বাতাসের কারণে অনেক স্থানের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ড্রেটন ভ্যালি ও ফক্স লেক রয়েছে। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে ড্রেটন ভ্যালি ও রাজধানী শহরের প্রায় ৫৫০ কিলোমিটার উত্তরে ফক্স লেক অবস্থিত। সেখানে ২০টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক হেলিকপ্টার ও এয়ার ট্যাংকার আনা হয়েছে। একইসঙ্গে ফেডারেল সরকার সহায়তার প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ০৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।