ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দলীয় পদ থেকে সরে দাঁড়ালেন ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
দলীয় পদ থেকে সরে দাঁড়ালেন ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা মারিন: ছবি সংগৃহীত

ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা মারিন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করছেন। বুধবার (৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে নবনির্বাচিত সংসদে নিয়মিত আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, আমি আগামী সপ্তাহে সংসদ সদস্য হিসাবে আমার কাজ শুরু করবো এবং আমি আশা করি আমিও একটি শান্ত জীবনযাপন করতে পারবো। আমি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবো না।

তিনি বলেন, আন্তর্জাতিক পদের জন্য আমি কোনো প্রস্তাব পাইনি।

মারিন গত রোববারের (২ এপ্রিল) নির্বাচনে ফিনল্যান্ডের নেতা হিসেবে আরেকটি মেয়াদ চেয়েছিলেন। কিন্তু তার দল ডানপন্থী জাতীয় জোটের কাছে ভোটে হেরে তৃতীয় হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।