ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। চিকিৎসার জন্য তাকে ‘কিছুদিন’ হাসপাতালে থাকতে হবে।

বুধবার (২৯ মার্চ) এক বিবৃতিতে ভ্যাটিকান সিটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে বিভিন্ন পরীক্ষা করে দেখা গেছে তার করোনা নেই।

ফ্রান্সিসকে রুটিন চেক-আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ভ্যাটিকান সিটি থেকে বিবৃতিটি এসেছে।

প্রাথমিকভাবে ভ্যাটিকান বলেছিল যে, এই চেক-আপ পূর্বপরিকল্পিত ছিল। তবে, ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো প্রশ্ন করেছে যে, বুধবার বিকেলে পোপের সঙ্গে নির্ধারিত একটি টিভি সাক্ষাৎকার শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

এর আগে বুধবার সকালেই ভ্যাটিকানে পোপ সাপ্তাহিক সাধারণ অনুষ্ঠানে উপস্থিত হোন। ওই সময় তাকে সুস্থ দেখা যায়।

মাঝে মাঝে শ্বাসকষ্টে ভোগেন পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনায় ধর্মযাজক হওয়ার প্রশিক্ষণের সময় তার বয়স ছিল ২০-এর কোটায়। ওইসময় তার একটি ফুসফুসের কিছু অংশ সরানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।