ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৯ মামলায় ইমরানকে জামিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
৯ মামলায় ইমরানকে জামিন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯ মামলায় জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট।

দেশটির সংবাদসংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, শুক্রবার (১৭ মার্চ) নিজে লাহোর হাইকোর্টে আসেন পিটিআই প্রধান।

পরে তিনি আদালতের কাছে সন্ত্রাসবাদের ৮টি মামলা ও একটি সাধারণ মামলা থেকে জামিন চেয়ে আবেদন করেন।

সন্ত্রাসবাদের মামলাগুলোর শুনানি হয় বিচারক তারিক সালিম শেখ ও বিচারক ফারুক হাইদারকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে। এসব মামলার মধ্যে ইসলামাবাদে দায়ের হওয়া পাঁচটিতে আগামী ২৪ মার্চ ও লাহোরে দায়ের হওয়া তিনটি থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত।

সাধারণ মামলায় ইমরানকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। জামিনের আদেশ ঘোষণা করেন বিচারক তারিক সালিম শেখ।

খবরে বলা হয়েছে, জামিন নিতে ইমরান তার জামান পার্কের বাড়ি থেকে লাহোর হাইকোর্টে যান। তার গাড়ি বহরের সঙ্গে কয়েক হাজার সমর্থকও আদালত প্রাঙ্গণ পর্যন্ত যান। তাদের হাতে ছিল লাঠি ও লোহার রড।

এর আগে ইসলামাবাদ হাইকোর্টে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে হওয়া অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। আজ শনিবার (১৮ মার্চ) তোষাখানার মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতে যাবেন তিনি।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।