ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গুলি করে চার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
গুলি করে চার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

সংবাদমাধ্যম আল জাজিরা, মিডল ইস্ট আই, বিবিসি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিমতীরের জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এমনটি জানিয়েছেন।

ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবারের (১৬ মার্চ) এ অভিযান ইসরায়েলি সেনাবাহিনী ইউনিফর্ম ছাড়াই সাদা পোশাকে পরিচালনা করে। এসময় ইসরায়েলি সেনা সদস্যরা জেনিনের কেন্দ্রস্থলে প্রবেশ করে। মূলত গত বছর থেকে ইসরায়েল পশ্চিমতীরে এ ধরনের অভিযান জোরদার করেছে।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে তিন জনের নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন- ২৯ বছর বয়সী ইউসেফ শ্রীম, ২৮ বছর বয়সী নিদাল খাজিম এবং ১৬ বছর বয়সী কিশোর ওমর আওয়াদিন। নিহত চতুর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের নিরাপত্তা বাহিনী ‘জেনিন শরণার্থী শিবিরে’ অপারেশন চালিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবারের এ প্রাণহানির ঘটনায় চলতি বছর পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা পৌঁছেছে ৮৩ জনে। অন্যদিকে ২০২৩ সালে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিভিন্ন হামলায় ১৪ জন নিহত হয়েছে।

ইসরায়েলি অভিযানে ২০২২ সালে ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।