ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের জাতীয়-প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
তুরস্কের জাতীয়-প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা তাইয়েপ এরদোয়ান

তুরস্কে জাতীয় সংসদ এবং প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়েছে।  ১৪ মে  উভয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এরদোয়ান আরও বলেন, প্রেসিডেন্ট এবং সংসদ সদস্য নির্বাচনে আমাদের দেশের মানুষ আগামী ১৪ মে ভোটে যাবে।

এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

দুই দশকের মধ্যে তুরস্কের এ নির্বাচন সব চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে পারে। এরদোয়ানের দু’দশকের ক্ষমতায় তুরস্ক বেশ কিছু ক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে।

এদিকে আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির ছয়টি বিরোধী দল জোট গঠন করে। কিন্তু এ জোট বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের বিপক্ষে লড়ার জন্য একক প্রার্থী ঠিক করতে পারছিল না। এ নিয়ে নিয়ে তীব্র তর্কবিতর্কের পর গত সোমবার ৬ দলীয় বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামাল কিলিচদারোগ্লুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তিনি ‘তুরস্কের গান্ধী’ নামে পরিচিত।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।