ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুতের গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিয়েছে রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
বাখমুতের গুরুত্বপূর্ণ সেতু উড়িয়ে দিয়েছে রুশ সেনারা

নিজেদের নিয়ন্ত্রণে নিতে ইউক্রেনের বাখমুত শহর অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সেনারা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ মার্চ) গভীর শহরটির সঙ্গে খ্রোমোভ গ্রামের একটি সংযোগ সেতু বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে।

শুক্রবার (৩ মার্চ) দোনেৎস্ক অঞ্চলের পুলিশের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

কনস্তান্তিনিভকা শহরের পুলিশ সিএনএনকে বলেছে, যোগাযোগ ব্যবস্থায় সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যাচ্ছে, শিগগিরই এটি মেরামত করা হবে।

তিনি জানান, বাখমুত শহর ও খ্রোমোভ গ্রামের এটি একমাত্র সংযোগ সেতু। জনসাধারণে চলাচল ও যুদ্ধের গোলাবারুদ সরবরাহের জন্য এই সেতু ব্যবহার হয়ে থাকে।

সেতুটি বাখমুত থেকে চাসিভ ইয়ার শহরেরও শেষ প্রধান সরবরাহ পথ।

পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী এখনও ময়লা রাস্তা ও মাঠের মাধ্যমে শহরে প্রবেশ করতে পারে।

রাশিয়ান বাহিনী বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তারা শহরটি এখনও ধরে রেখেছে। সেখান থেকে তারা পিছু হটার পরিকল্পনা করছে না।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।