ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ৩ কোটি ডলার দিলেন বেনামী পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
তুরস্ক-সিরিয়ায় ৩ কোটি ডলার দিলেন বেনামী পাকিস্তানি

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি মার্কিন ডলার দান করে আলোচনা ও প্রশংসা কুড়াচ্ছেন এক পাকিস্তানি। কিন্তু তিনি কে বা যুক্তরাষ্ট্রের কোথায় বসবাস করেন কেউ জানে না।

যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে তার এ সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক টুইট বার্তায় তিনি বলেন, এক বেনামী পাকিস্তানির মহানুভবতার কথা শুনে আমি অভিভূত। আমি গভীরভাবে অনুপ্রাণিত, কারণ তিনি যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে গিয়ে তুরস্ক ও সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি মার্কিন ডলার দান করেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ওই টুইটে শেহবাজ আরও বলেন, পরোপকারের এমন মহিমান্বিত কাজ যা মানবতাকে আপাতদৃষ্টিতে অদম্য প্রতিকূলতা থেকে জয়ী হতে প্রত্যয়ী করে তোলে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।