ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দোনেৎস্কের একটি গ্রাম দখলের দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
দোনেৎস্কের একটি গ্রাম দখলের দাবি মস্কোর

রুশ সেনারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলের মাইকোলাইভকা গ্রাম দখল করেছে দাবি করেছে মস্কো।

তবে ইউক্রেন থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল বাখমুত। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, ওয়াগনার বাহিনী এই লক্ষ্য অর্জনে অনেকটা এগিয়ে গেছে।

এর আগে সোমবার সন্ধ্যায় ইউক্রেন বলেছে, রাশিয়ান বাহিনী গত ২৪ ঘণ্টায় সেখানে ট্যাংক, মর্টার ও আর্টিলারি গুলি চালিয়েছে।

 ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে জেলেনস্কিকে ইইউ নেতাদের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে, এই সপ্তাহের মধ্যেই তিনি ব্রাসেলসে থাকতে পারেন এমন খবরের মধ্যে, আক্রমণ শুরু হওয়ার পর থেকে তার দ্বিতীয় পরিচিত বিদেশ সফর হবে।

এদিকে এমন লড়াইয়ের মধ্যেই ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, জেলেনস্কিকে ইইউ নেতাদের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সপ্তাহের মধ্যেই তিনি ব্রাসেলসে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।