ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পের একদিন পর কিশোর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
ভূমিকম্পের একদিন পর কিশোর উদ্ধার

ভূমিকম্পের ২৪ ঘণ্টারও বেশি সময় পর তুরস্কের কাহরামানমারাস শহরের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৪।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

সিএনএন তুর্কির সরাসরি সম্প্রচারে দেখা গেছে, উদ্ধারকারী দল ছেলেটিকে একটি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে।

সিএনএন তুর্কির এক প্রতিবেদক এটিকে ‘অলৌকিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

ঘটনাস্থল থেকে তিনি বলেছেন, ‘অবশেষে! তাকে উদ্ধার করা হয়েছে’।

শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। অনেক ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের নিচে চাপা পড়েছেন। উদ্ধারকাজ চলছে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।