ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানকে সরিয়ে দিলেন সুনাক

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
কনজারভেটিভ পার্টির চেয়ারম্যানকে সরিয়ে দিলেন সুনাক কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাওয়ি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাওয়িকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। ট্যাক্সকাণ্ড নিয়ে তদন্তের পর তাকে সরিয়ে দেওয়া হলো।

বিবিসি।  

রোববার জাহাওয়ির উদ্দেশে দেওয়া এক চিঠিতে সুনাক বলেন, স্বাধীন উপদেষ্টার তদন্ত শেষে তিনি যা পেয়েছেন, তা আমাদের জানিয়েছেন। এটি পরিষ্কার যে, মন্ত্রিত্ব আইনের গুরুতর লঙ্ঘন হয়েছে।  

তিনি বলেন, ফলে আমি আপনাকে সরকারি পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলাম।  

স্বাধীন নৈতিকতা উপদেষ্টা লরি ম্যাগনাস তদন্তে দেখতে পান যে, গেল জুলাইয়ে ট্যাক্সকাণ্ড নিয়ে জাহাওয়ি বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন।  

গত সপ্তাহ পর্যন্ত জাহাওয়ি তার নথি সংশোধন করেননি, যখন তিনি বলেছিলেন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন।

সুনাককে দেওয় এক চিঠিতে ম্যাগনাস বলেন, আমি মনে করি যে, একটি মিথ্যা সরকারি বিবৃতি সংশোধনে বিলম্ব হওয়া অসঙ্কোচের প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

নিজের আচরণের মাধ্যমে সৎ, খোলামেলা এবং অনুকরণীয় নেতা হওয়ার প্রয়োজনীয় বিষয়ের প্রতি জাহাওয়ি অপ্রতুল সম্মান দেখিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।