ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কর ফাঁকির মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মারিয়া রেসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
কর ফাঁকির মামলায় অব্যাহতি পেলেন সাংবাদিক মারিয়া রেসা

ফিলিপাইনের আদালত সাংবাদিক মারিয়া রেসা ও গণমাধ্যম র‍্যাপলারকে কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতিকে গণমাধ্যমের স্বাধীনতার বিজয় হিসেবে দেখা হচ্ছে।

বিবিসি।

এই মামলায় দোষী সাব্যস্ত হলে রেসার ৩৪ বছরের জেল হতে পারত। তিনি বলেন, সত্যের বিজয় হয়েছে, ন্যায় বিচারের জয় হয়েছে।     

২০১৮ সালে মামলাটি শুরু হয়েছিল। ২০২৩ সালে এসে সেই মামলায় জয় পেলেন নোবেলজয়ী এই নারী।

র‍্যাপলারের প্রতিষ্ঠাতা হলেন রেসা। ফিলিপাইন সরকারের আইনি পদক্ষেপের লক্ষ্যে পরিণত হন।  

সাবেক নেতা রদ্রিগো দুয়ের্তের নেতৃত্বাধীন ফিলিপাইন সরকার রেসা ও র‍্যাপলারকে কর ফাঁকির মামলায় অভিযুক্ত করে।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।