ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ১০ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
মহারাষ্ট্রে বাস-ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ১০  ছবি: এএনআই-এর

ভারতের মহারাষ্ট্র রাজ্যে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

 

শুক্রবার (১৩ জানুয়ারি) মহারাষ্ট্রের নাসিক জেলায় দ্রুতগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।  

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন নারী, দু’জন শিশু ও একজন পুরুষ রয়েছেন। তবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।  

এদিকে, নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্য ও আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ বহনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডের।

সূত্র: এনডিটিভি 

বাংলাদেশ সময়: ১৩০৯, ১৩ জানুয়ারি, ২০২৩ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।